“মরণের ঘরে সুখ”

 

রফিকুল ইসলাম

বাবলার বনে মদনের দল

মেঘের চোখে জল

নদীর ধারে শুয়রের বাস

বাঘের কাঁধে জোয়াল।

জীবনের বানে রক্তের ঢেউ

মরণের ঘরে সুখ

হাতির দলেরা ভেড়া চোড়ায়

ইদুরের কপালে দুখ।

সেগুনের গাছে জেব্রার দল

পাহাড়ের চোখে হাসি

বিড়ালের পায়ে দুঃখের ঘন্টা

সিংহের এলো কাশি।

কেউড়া বনে গরুর নাচন

পুস্কনির জলে ঢেউ

ঘোড়ার চোখে মায়া কান্না

কুকুর করে ঘেউ।