ভারত বধের পরিকল্পনায় বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ।  ফাইনালের আগে ফেভারিট ভারতকে হারিয়েই বাড়তি জ্বালানি সঞ্চয় করে রেখেছে মনিকা-মার্জিয়ারা। আগামী রবিবার ফাইনালে আবারও ভারতকেই পাচ্ছে স্বাগতিকরা। লিগের ম্যাচে ভারতকে হারিয়ে দল কিছুটা ফুরফুরে। তবে শেষ ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।  ভারত বধের পরিকল্পনা নিয়ে শিষ্যদের সঙ্গে কাজ করে চলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আগের মতোই আক্রমণাত্মক ফুটবলের দিকে দৃষ্টি তার।

শুক্রবার অনুশীলন শেষে দলটির কোচ বলেছেন, ‘আমাদের আর একটা ম্যাচ বাকি।  আর সেটা হলো ফাইনাল। ৩টা ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছি। আমাদের যে লক্ষ্য ছিল সেটা পূরণ করে ফেলেছি। নিজেদের খেলার মধ্যে থাকতে হবে।  আর আমরা জয়ের জন্য নামবো। দর্শকদের আনন্দ দিবো।’

ফাইনালের আগে সঠিক ট্র্যাকে আছে খেলোয়াড়রা।  এদিন সেটাই মনে করিয়ে দিলেন কোচ, ‘মেয়েরা সব কিছু সঠিকভাবে করেছে। আমাদের নিজেদের যে খেলা, সেটা নিয়েই আলাপ করেছি। এটাই গুরুত্বপূর্ণ। ফিনিশিংয়ের দিকগুলো চিন্তা করতে হচ্ছে।  যাতে করে ভালো ব্যবধানে জেতা যায়। ফিনিশিং ভালো হলে আরও বড় ব্যবধানে জয় লাভ করতে পারবো।’

দুই ফরোয়ার্ড সাজেদা খাতুন ও তহুরা খাতুন পর্যবেক্ষণে আছে। তহুরার খেলার সম্ভাবনা আছে।  তবে কোচের হাতে আরও বিকল্প খেলোয়াড় আছে। এই যেমন দুই নতুন খেলোয়াড় মিডফিল্ডার শামসুন্নাহার ও ঋতুপর্না চাকমা মাঠে নেমে দারুণ খেলছেন।  কোচের ভাষায়, ‘ওদের খেলা দেখে মনে হয়নি যে ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ওরা খেলছে। এটা আমাদের ভালো দিক। ঋতুপর্ণাও ভালো করছে। নতুন যারা এসেছে ভালো পারফরম্যান্স করছে। যে ১১ জন ভালো করছে, সেই ১১ জন মাঠে খেলবে।’

অধিনায়ক মারিয়া মান্ডা ফাইনাল জেতার অপেক্ষায় আছেন।  অনুশীলন শেষে বলেছেন, ‘আমাদের একটা খেলা বাকি আছে।  ফাইনাল জিতলে আমরা আরও বেশি উচ্ছ্বসিত হবো।  স্যার আমাদের ভুলগুলো শোধরানোর জন্য কাজ করছেন। সামনের ম্যাচ নিয়ে ভাবছি। তিন ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে জিতবো।  দর্শকরা এলে আরও উৎসাহিত হবো।’

 

বাংলাট্রিবিউন