শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে চান পাকিস্তানের আফ্রিদি!

Paris
অক্টোবর ৩, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

বয়স মাত্র ২০, এর মাঝেই পেস আক্রমণে নামডাক করে ফেলেছেন। ইংলিশ কাউন্টিতে খেলছেন। হ্যাম্পশায়ারের হয়ে কিছুদিন আগে ৪ বলে ৪ উইকেট নেন। সেই শান শাহিন আফ্রিদির স্বপ্ন, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়। যদিও রাজনৈতিক কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তান খেলতে পারবে কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। তারপরেও স্বপ্ন দেখতে তো দোষ নেই।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘পাক প্যাশন ডটনেট’কে আফ্রিদি বলেছেন, ‘লক্ষ্য নিয়ে কথা বললে বলব, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ পেলে ভালো হয়। দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। একদিন বিশ্বকাপজয়ী দলের অংশ হতে চাই। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারা সব সময়ই দারুণ সম্মানের বিষয়। লোকে এখনো আমাদের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলে।’

জাতীয় দলে দুই বছর আগে অভিষেক ঘটেছে শাহীন শাহ আফ্রিদির। এর মধ্যে তরুণ পেসার ঘন্টায় ৯০ মাইল গতির আশপাশে বল করতে পারেন। তিনি আরও বলেছেন, ‘একই কথা খাটে ২০০৯ বিশ্বকাপজয়ী দলের জন্যও। ইউনিস খানের নেতৃত্বে ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন শহীদ আফ্রিদি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলকেই বা কে ভুলতে পারে! তবে আমি দলে থাকি বা না থাকি পাকিস্তানকে সব সময় সব সংস্করণে শীর্ষে দেখতে চাই। হ্যাম্পশায়ারে অনেক কিছু শিখেছি। ওখানে ক্রিকেটটা কীভাবে খেলা হয় শিখেছি। ক্রিকেটার হিসেবে শেখার তো কোনো শেষ নেই।’

সর্বশেষ - খেলা