ভারতীয় ভক্তের মৃত্যুতে শোকাহত নিশো

সারা বিশ্বের বাংলাভাষী দর্শকের কাছে আফরান নিশো অতি পরিচিত একটি নাম। বাংলাদেশের মতো ভারতেও তার অনেক ভক্ত। তেমনই এক পাগল ভক্তের নাম রূপসা চ্যাটার্জি। গতকাল পশ্চিমবঙ্গের এই ভক্ত মারা গেছেন।

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার, রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে মারা যান তিনি।

গত বছর কালের কণ্ঠে সংবাদও হয়েছিল নিশোর এই ভারতীয় ভক্তকে নিয়ে। প্রিয় তারকার নাম নিজের হাতে ট্যাটু করিয়েছিলেন। নিশোর জন্মদিনে এক ভিডিও লাইভে এসে প্রিয় তারকার সঙ্গে কথা বলেছিলেন। সেই রূপসার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী অজয় কুমার চ্যাটার্জি।

বিশেষ এই ভক্তের মৃত্যুর খবর শুনেছেন আফরান নিশো। শোকাহত আফরান নিশো ফেসবুকে লিখেছেন, ‘কিছু সংবাদ দুঃখের৷ বাংলাদেশে এলে অবশ্যই দেখা হতো। কিন্তু ভাগ্যের কাছে হেরে যেতে হলো ক্যান্সারে আক্রান্ত আমার এক পাগল ভক্তের৷ ওপারে ভালো থাকবেন। ’

kalerkantho

রূপসা চ্যাটার্জি

কলকাতায় আফরান নিশোর ভক্তদের অনেক দিন ইচ্ছে ছিল, প্রিয় তারকার সঙ্গে দেখা করার। কিন্তু কলকাতায় সেভাবে যাওয়া হয় না অভিনেতার। তাই গত বছরের ৮ ডিসেম্বর নিজের জন্মদিনে সেখানকার ভক্তদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ওই সময় রূপসা বলেছিলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কি না জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে- সবখানেই নিশোকে দেখি। ’
তখন রূপসার ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন আফরান নিশো। ক্যাপশনে লিখেছিলেন, ‘ভালোবাসার কোনো দেশ নেই। আর পাগলামির নেই কোনো লিমিট৷ ভারতে থেকে ইনি হাতে ট্যাটু করিয়েছেন আমার নামে। সব ভক্তের পাগলামিই আমার ভালো লাগে এবং সব ভক্তকেই আমি ভালোবাসি। ’

মৃত্যুর ২১ ঘণ্টা আগেও আফরান নিশোকে নিয়ে পোস্ট দিয়েছিলেন রূপসা। শুধু তা-ই নয়, তার ফেসবুক স্টোরিতে দেখা যাচ্ছে নিশোর অভিনীত ‘রেডরাম’ ওয়েব ছবির দৃশ্য।

 

সূত্রঃ কালের কণ্ঠ