বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্যাটরিনার সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে যা বললেন প্রিয়াঙ্কা

Paris
মে ১৬, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:
বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে বিদেশে পাড়ি জমান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে হলিউডেই বেশি সময় দিচ্ছেন তিনি। যদিও বলিউডের সঙ্গে তার সংযোগ এখনও ছিন্ন হয়নি।

ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় কাজ করার কথা ছিল নায়িকার। যেখানে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। তবে শিডিউল সমস্যার কারণে এই সিনেমা থেকে সরে গেছেন প্রিয়াঙ্কা।

তবে এসবের মাঝেই ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে ভক্তদের উপহার দিয়েছেন নায়িকা। ছবিটি সেই সময়ের, যখন তারা দু’জনেই বলিউডে পা রেখেছিলেন এবং নিজেদের ভাগ্যবদলের চেষ্টা করেছিলেন।

তবে মজার বিষয় হচ্ছে, প্রিয়াঙ্কা নিজেও জানেন না যে এই ছবিটি কখন তোলা হয়েছে এবং কে তুলেছে। তবে তিনি নিজেকে এবং ক্যাটরিনাকে ‘বেবি’ বলে উল্লেখ করেছেন। ভক্তরাও এই পুরোনো ছবিটি ভীষণভাবে পছন্দ করেছেন।

প্রিয়াঙ্কা ও ক্যাটরিনাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল। ‘জি লে জারা’ ছবির জন্য হাত মিলিয়েছেন তারা। যেখানে আলিয়া ভাটেরও থাকার কথা ছিল। তবে শিডিউল সমস্যা ও পরিচালকদের ব্যস্ততার কারণে ছবিটি বর্তমানে আটকে রয়েছে।

প্রিয়াঙ্কাকে আগামীতে দেখা যায় হলিউড সিনেমা ‘হেডস অফ স্টেট’-এ। ছবিতে আরও অভিনয় করেছেন ইদ্রিস এলবা ও জন সিনা।

সর্বশেষ - বিনোদন