বড়দিনের আগে ওয়েলসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বারবারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের ওয়েলসে ঘূর্ণিঝড় বারবারা আঘাত হানতে পারে বলে সতর্কতা জানিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বড়দিনের আগে বারবারা ঘণ্টায় ৭৫ মাইল বেগে আঘাত হানতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 
আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ওয়েলসের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য হলুদ সতর্ক সংকেত জারি করেছে। দুপুর ১২টা থেকে পুরো ওয়েলসের জন্য এ সতর্ক সংকেত বহাল থাকবে। অ্যাংগেসলিতে দুটি সেতুতে যানচলাচলের গতি সীমিত রাখার  নির্দেশ দেওয়া হয়েছে। বেশি কিছু ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কয়েকটি ট্রেনকেও সীমিত গতিতে চলার নির্দেশনা জারি করা হয়েছে।

 

বিবিসি ওয়েলস-এর আবহাওয়া প্রতিবেদক বেহনাজ আখগার জানান,  ঘূর্ণিঝড় বারবারার আঘাতে ঝড়ো হাওয়া ও আর্দ্র আবহাওয়া বয়ে যেতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন