ব্যালটে লেখা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’!

সোনাগাজীর চরচান্দিয়ায় ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সম্বলিত হাতে লেখা একটি ব্যালট পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) সারাদিন ভোটগ্রহণ শেষে গণনা করার সময় ওই ব্যালটটি নজরে আসে নির্বাচনী কর্মকর্তাদের।ফেইসবুকে সেটি প্রকাশ করেন ফেনীর এক সাংবাদিক। এ নিয়ে শুরু হয় আলোচনা।

নিয়ম মতে, ভোটের বাক্সে এ ধরনের কোনো ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য করা হবে, এমনই নিয়ম আছে। তাই ব্যালটিও বাতিল বলে গণ্য করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন, এরই মাঝেই অতি উৎসাহী বা আবেগী হয়ে হয়তো কোনো নেতাকর্মী এমন কাজ করেছেন বলে মন্তব্য বিএনপির এক নেতার।- বাংলানিউজ