রাণীনগরে শপথ নিলেন ৯৬ জন ইউপি সদস্য

রাণীনগর প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পড়ান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

এদিন উপজেলার ৮ ইউপির ৭২ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য ২৪ জনসহ নবনির্বাচিত মোট ৯৬ জন সদস্য শপথ গ্রহণ করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ নবনির্বাচিত উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে নবনির্বাচিত সকল সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।