সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে টাকা পাবেন পর্যটক

Paris
জানুয়ারি ৬, ২০২০ ১০:৪৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের পর্যটন এলাকায় পরিবেশ দূষণ কমাতে ও সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট গ্রুপ ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ।

পর্যটন এলাকায় ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

১৭ থেকে ১৯ জানুয়ারি মেঘের বাড়ি সাজেকে ভ্রমণ আয়োজন করেছে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। সেখানে পর্যটকরা প্লাস্টিকের একটি মোড়কজাত প্যাকেট জমা দিলে ১ টাকা, দেড় লিটার পর্যন্ত পানির বোতল জমা দিলে ২ টাকা, দুই লিটারের পানির বোতল জমা দিলে ৩ টাকা এবং ৫ লিটারের পানির বোতল এনে দিলে ৫ টাকা পাবেন।

ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল বলেন, মানুষের ফেলে রাখা বিভিন্ন উচ্ছিষ্টে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিকের কারণে বিলীন হচ্ছে সেন্টমার্টিনের প্রবাল। এ কারণে পরিবেশ বাঁচাকে আমাদের এই প্রচেষ্টা।

তিনি জানান, ৩ জানুয়ারি বিকালে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভায় ব্যবহৃত প্লাস্টিক জমার বিনিময়ে টাকা দেয়ার সিদ্ধান্তটি নেয়া হয়।

সর্বশেষ - লাইফ স্টাইল