বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বৈরী আবহাওয়ায় লালপুরে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয়

নিউজ ডেস্ক
আগস্ট ৭, ২০১৯ ৮:৫৬ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিরুপ আবহাওয়ার প্রভাবে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার ৭ আগষ্ট ভোর থেকে সারাদিন মেঘলা আকাশসহ ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বার বার ত্রুটি দেখা দেয়। ফলে ঈদের আগে ব্যাংকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলোতে সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বহুল প্রতীক্ষিত ঈদের বেতনসহ বোনাস এ কারণে উঠাতে পারেননি।

উল্লেখ্য,গতকাল দুপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনসহ ঈদ বোনাসের কাগজ ব্যাংকে জমা হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা উঠাতে পারেননি।

লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের অফিসের সংশ্লিষ্টদের লাইনের ত্রুটি মেরামত করতে হিমশিম খেতে হয়। বুধবার ভোর থেকে সারাদিন অসংখ্য বার বন্ধ হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ লালপুর জোনাল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, প্রতিকুল আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়ায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা হেলে পড়ায় বারবার বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি দেখা দিচ্ছে।

এ ব্যাপারে ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সাগরে সৃষ্ট নিন্মচাপের কারণে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে।

সর্বশেষ - রাজশাহীর খবর