অধিনায়কত্ব ছেড়ে দেবেন মরগান! যদি…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৫ সালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ডকে।

সে খেলায় ইংলিশদের অধিনায়ক ছিলেন ইয়ন মরগান।

তবে চার বছর পর পুরো দৃশ্যপটই পাল্টে গেল। সেই মরগানের নেতৃত্বেই দলটি শুধু বাংলাদেশই নয় ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে ইংলিশদের বিশ্বকাপ খরা ঘুচালো।

চার বছরে মরগান তার দলে অভূতপূর্ব উন্নতি এনেছেন। ওয়ানডে র‌্যাংকিংয়ে ইংল্যান্ডতে তুলেছেন এক নাম্বারে।

অথচ শোনা যাচ্ছে, বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে সামনের দিকে দলের নেতৃত্বে নাও দেখা যেতে পারে।

এটা শুনলে যে কেউ বিস্মিত হতে পারে।

এমন একজন অধিনায়ককে তো অবসরের আগ পর্যন্ত অধিনায়কের সম্মানিত পদে আসীন রাখারই কথা ইংলিশদের।

আরও অবাক হওয়ার বিষয় যে, অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন মরগান নিজেই। কারণটাও জানিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী মরগান জানালেন, বেশ কিছুদিন ধরে পিঠের চোটে ভুগছেন। তাতে এতো বড় চাপ সামলে নিতে গিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে পারবেন না তিনি। এমন শংকা জেগেছে মরগানের মনে।

তিনি আরও জানান, দলের বোঝা হয়ে থাকতে চান না কখনও। সে কারণেই বিকল্প ভাবনা মাথায় রেখেছেন। হয়তো দলের যোগ্য কারও হাতে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।

এখন পর্যন্ত দেশের পক্ষে ২০০টি ওয়ানডে খেলেছেন মরগান। এর মধ্যে ১০০টিতে অধিনায়কত্ব করেছেন তিনি।

অধিনায়কত্বে সেঞ্চুরি করার সাফল্যে শুক্রবার মরগানকে লর্ডসে সম্মানসূচক স্মারক টুপি উপহার দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ২০২০ সালে হতে যাওয়া অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক থাকবেন?

জবাবে মরগান বলেন, ‘অবশ্যই, থাকতে চাই। তবে সেটা নির্ভর করবে আমার পারফরম্যান্সের ওপর। আমি কাউকে হতাশ করে থাকতে চাই না। যখন আপনি দলকে নেতৃত্ব দেবেন, সামনে থেকেই দিতে হবে। আপনাকে শারীরিকভাবেও ফিট থাকতে হবে। সেইসঙ্গে থাকতে হবে ফর্ম।’

এর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মরগান বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে চিন্তা করতে আমার আরও সময় দরকার। এটা বড় একটা সিদ্ধান্ত এবং অনেক বড় একটা দায়িত্ব।’

মরগান বলেন, আশ করছি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ফর্ম ও ফিটনেস দুটোই ঠিক থাকবে।

তবে তা না থাকলে নেতৃত্ব ছেড়ে দিতে সময় নেবেন না তিনি। জোর করে দলের দায়িত্ব ধরে রেখে দলকে ডোবাতে রাজি নন তিনি।