বেসনের লাড্ডু

সিল্কসিটিনিউজ ডেস্ক:
উপকরণ :
১. দেড় কাপ বেসন,
২. ৩/৪ কাপ চিনির গুঁড়া,
৩. ৮ টেবিল চামচ ঘি,
৪. ৪টি এলাচ গুঁড়া,
৫. ৩ টেবিল চামচ বাদাম কুচি।


.
.
প্রণালি :
> একটি প্যানে ৬ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে বেসন ভাজুন। বেসনের রঙ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভাজুন।

> ১০-১২ মিনিট পর সুগন্ধ বের হলে নামিয়ে রাখুন। বেসন যেন দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

> এরপর এটি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ৫ মিনিট অপেক্ষা করুন।

> এবার এর সাথে এলাচ গুঁড়া এবং বাদাম কুচি দিয়ে ভাল করে মেশান।

> এর সাথে চিনির গুঁড়া ভাল করে মিশিয়ে নিন।

> হাত দিয়ে ভাল করে ডো করুন। প্রয়োজনে এতে ঘি দিয়ে দিন। খুব বেশি গরম অবস্থায় ডো তৈরি করবেন না। এতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

> চিনি, ঘি ও বেসন ভাল করে মেশানো হয়ে গেলে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

> এবার এই লাড্ডু ৪-৫ ঘন্টা রেখে দিন। সবচেয়ে ভাল হয় সারা রাত রেখে দিলে।

> পরের দিন উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার বেসনের লাড্ডু।

সূত্র: অনলাইন