সোমবার , ১৫ মে ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চিংড়ি-পালং পাস্তা

Paris
মে ১৫, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
উপকরণ :
১. পাস্তা ২৫০ গ্রাম,
২. চিংড়ি ৩৫০ গ্রাম ( খোসা ছাড়ানো ),
৩. পালং শাক ৪ কাপ,
৪. মাখন ২ টেবল চামচ,
৫. পেঁয়াজ পাতা ৪-৫টি কুঁচি করে কাটা,
৬. গোলমরিচ গুড়া ১/২ টেবিল চামচ,
৭. ১টি মাঝারি সাইজের লেবুর খোসা মিহি কুচি,
৮. লবণ স্বাদমতো,
৯. ওলিভ ওয়েল / সয়াবিন তেল অল্প।


.
.
প্রণালি :
> প্রথমেই পাস্তা লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

> চুলায় প্যান চাপিয়ে মাখন দিয়ে তাতে পেঁয়াজ পাতা ১/২ চামচ লবণ ও ১/৪ চা চামচ গোলমরিচ গুড়া দিয়ে তিন থেকে পাঁচ মিনিট রান্না করুন।

> এরপর এতে চিংড়ি আর লেবুর খোসা কুচি ছেড়ে জোড়ে নাড়ুন। না নেড়ে টস করতে পারেন।

> প্যানে হালকা তেল দিয়ে সেদ্ধ পাস্তা ছেড়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন। দুই মিনিট পরে রান্না চিংড়ি ও পালং শাক মেশান। নামানোর আগে গোল মরিচের গুড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

সূত্র: অনলাইন

সর্বশেষ - লাইফ স্টাইল