সাপাহারে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রকল্প অবহিতকরণ সভা

সাপাহার প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও বন্যা মোকাবেলায় জনগণের সহনশীলতা শক্তিশালীকরণে প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাপাহার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বে-সরকারী সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে ও ড. আরোক টপ্পের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগনের করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী,বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক, শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাও: আব্দুল বাকী, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

 

এ সময় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সরকারী/বেসরকারী অফিসের কর্মকর্তা ও আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ