সোমবার , ৯ নভেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেদের মেয়ে জ্যোৎস্নায় শ্রীলেখা

Paris
নভেম্বর ৯, ২০২০ ১:১৭ অপরাহ্ণ

জমে উঠেছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ নামের ধারাবাহিক নাটক। এখানে দুটি কেন্দ্রীয় চরিত্র রোহিনীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য এবং অগ্নির ভূমিকায় অর্ক জ্যোতি পাল। যখন রোহিনী ও আকাশপুরের রাজপুত্রের জমজমাট প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে  বেদের মেয়ে জ্যোৎস্না, তখনই এলো নতুন খবর।

এবার নাটকটিতে চমক হিসেবে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এ ধারাবাহিকে তিনি ক্ষোকসী রানির বেশে হাজির হবেন। শিগগিরই শ্রীলেখা অভিনীত পর্বগুলো শুরু হবে।

নিজের চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে শ্রীলেখা মিত্র কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ছোটবেলায় ঠাকুমা, দিদিমাদের কাছে রাক্ষস-ক্ষোকস, দৈত্য-দানব, অনেক কিছুর গল্প শুনেছি। আমি এবার ক্ষোকসী রানি হয়ে আসছি।

এখন পর্যন্ত যেটা দেখেছি, আমি কিন্তু ভালো ক্ষোকসী রানি। দুষ্টু ক্ষোকস, ক্ষোকসী নয় (হাসতে হাসতে)। অনেক দিন আগে কালনাগিনী আমায় পাথর করে বালির ভেতর লুকিয়ে রেখেছে। আমি এত দিন পর প্রাণ ফিরে পেয়েছি। এমন একটা বিষয় ধারাবাহিকে দেখা যাবে।’

চরিত্র সম্পর্কে শ্রীলেখা আরো জানান, তার ছেলে অর্থাৎ ক্ষোকসী রানির ছেলেকেও অপহরণ করা হয়েছিল, অনেক দিন পর ক্ষোকসী রানির সঙ্গে তার ছেলে এবং মেয়ের দেখা হবে। এতে তার শক্তি অনেক বেড়ে যাবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন