বিশ্ব রেকর্ড গড়ে লেডেকির ট্রেবল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

২০১২ লন্ডন অলিম্পিকে মাত্র ১৫ বছর বয়সেই ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন। ৮০০ মিটারে বিশ্ব রেকর্ডও তার, যে রেকর্ড আবার নিজেই ভেঙেছেন চার-চারবার।

কেটি লেডেকি রিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতবেন, সেটা অনুমিতই ছিল। নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙেন কি না, সেটাই ছিল দেখার।

যুক্তরাষ্ট্রের এই সাঁতারু সেটা অনায়াসেই করলেন। নিজের রেকর্ড পঞ্চমবারের মতো ভেঙে জিতলেন স্বপ্নের ট্রেবল।

গেমসের সপ্তম দিন বাংলাদেশ সময় শনিবার সকালে লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ৪.৭৯ সেকেন্ড। ভেঙে দিয়েছেন এই বছরের ১৭ জানুয়ারি অস্টিনে নিজের গড়া ৮ মিনিট ৬.৬৮ সেকেন্ডের রেকর্ড।

রুপাজয়ী ব্রিটেনের জ্যাজ কার্লিন সময় নিয়েছেন ৮ মিনিট ১৬.১৭ সেকেন্ড। হাঙ্গেরির বোগলারকা কাপাস ব্রোঞ্জ জিততে সময় নিয়েছেন ৮ মিনিট ১৬.৩৭ সেকেন্ড।

রিওতে ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর ট্রেবল জিততে তার এই প্রিয় ইভেন্টই বাকি ছিল। এবার সেটিও জিতে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করলেন ১৯ বছর বয়সি লেডেকি।

এত দিন অলিম্পিকের এক আসরে ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার রেকর্ড ছিল মাত্র একটি।

১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকে যেটি করে দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রেরই ডেবি মায়ার। ৪৮ বছর পর তিনি স্বদেশী এক জনকেই সঙ্গী হিসেবে পেলেন।

সূত্র: রাইজিংবিডি