বিশ্বের বৃহত্তম চিপ প্লান্ট তৈরি করবে ইন্টেল

ইন্টেল করপোরেশন ঘোষণা করেছে, বিশ্বের বৃহত্তম চিপ তৈরির কমপ্লেক্স তৈরি করতে ১০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে তারা। স্মার্টফোন থেকে গাড়ি উৎপাদনে সেমিকন্ডাক্টরের যে বৈশ্বিক ঘাটতি দেখা দিয়েছে তা দূর করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এই কারখানা তৈরি হবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওতে।

ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট গেলসিঞ্জার জানিয়েছেন, চিপ তৈরিতে ইন্টেলের আধিপত্য পুনরুদ্ধার এবং এশিয়ার ম্যানুফ্যাকচারিং হাবগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে, যা কিনা ওহাইওর ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। ধীরে ধীরে সেই বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকবে। এক হাজার একর জায়গায় গড়ে তোলা হবে এই কারখানা। এতে কর্মসংস্থান হবে তিন হাজার কর্মীর।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সেমিকন্ডাক্টরের বৈশ্বিক অভাববোধ ২০২৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। কেননা এই ধরনের কারখানাগুলো তৈরি হতে কয়েক বছর লেগে যেতে পারে।

 

সূত্রঃ কালের কণ্ঠ