শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বকাপে যেকোনো কিছু ঘটতে পারে : কেন উইলিয়ামসন

Paris
অক্টোবর ১৬, ২০২১ ৭:২০ অপরাহ্ণ

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। একই দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৩ তারিখ থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। এই পর্বে সরাসরি খেলা দলগুলোর অন্যতম নিউজিল্যান্ড। যারা কিছুদিন আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই অনেক সম্ভাবনা দেখছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। এই ফরম্যাটের টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা। অধিনায়কদের মিডিয়া সেশনে কেন উইলিয়ামসন বলেন, ‘এটা দারুণ একটি প্রতিযোগিতা এবং অবশ্যই লম্বা সময় পর হতে যাচ্ছে। ম্যাচ জেতাতে পারে এমন ক্রিকেটার সব দলেই আছে। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। সামনের পথচলায় বেশ কিছু চ্যালেঞ্জ আসতে যাচ্ছে।’

আগামী ২৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ডের এবারের বিশ্বকাপ যাত্রা। উইলিয়ামসন আরও বলেন, ‘এটা সংক্ষিপ্ত একটি টুর্নামেন্ট। তাই সব দলই দুর্দান্তভাবে শুরু করতে চাইবে। শুরুতেই মোমেন্টাম ধরার চেষ্টায় থাকবে। কিন্তু এই বিশ্ব আসরগুলোতে যখন ভিন্ন ভেন্যুতে প্রতি তিন দিনে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, তখন বেশ দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”বৈশ্বিক আসর হওয়ায় বিশ্বজুড়ে থাকা সব প্রতিভার নিজেদের প্রদর্শনের একটি রোমাঞ্চকর সুযোগ এটি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা