বিপিএলে মুশফিকের রানের রেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ৭৯ ম্যাচ খেলে ১৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ৬৩ রান করেছেন।

অবশ্য মুশফিকের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে এক সেঞ্চুরি আর ১৯টি ফিফটির সাহায্যে আগেই ২ হাজার ১৪৩ রান করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

বিপিএলে রান সংগ্রহে তিন, চার ও পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৬৯৫), ইমরুল কায়েস (১৬২১) ও সাব্বির রহমান রুম্মন (১৫৩৯)।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা আটে বাংলাদেশি ব্যাটসম্যানরা। নয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি মাত্র ৩৮ ম্যাচ খেলে বিপিএলে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৩৩৮ রান করেছেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৩৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করেন মুশফিকুর রহিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে মুশফিকের একার লড়াইয়ের পরও ঢাকা প্লাটুনের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১২ রানে হেরে যায় খুলনা টাইগার্স।