আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পৌঁছে দিতে এসেছি: ডা. এনাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রাণ বিতরণে কোনো রকম দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার বিকালে ঠাকুরাগাঁওয়ে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে শীর্তাতদের মাঝে কম্বল, সুয়েটার ও শুকনো খাবার বিতরণকালে তিনি এ হুশিয়ারি দেন।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে দুদিনের সফরে ঠাকুরগাঁওয়ে এসে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পৌঁছে দিতে এসেছি। কোনো মানুষ দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে কিনা- তার খোঁজ নিতে পাঠিয়েছেন আমাকে।

সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, অতিরিক্ত সচিব আকরাম হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়ার প্রাক্কালে দুস্থ, অসহায় ১শ পরিবারের জন্য ৩ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

শীতবস্ত্র বিতরণ শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন।