মেহেরপুরে স্কুলের একমাত্র পিইসি পরীক্ষার্থী অকৃতকার্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার ভারত সীমান্তর কোল ঘেঁষে ‘নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

বিদ্যালয়টিতে প্রধানসহ শিক্ষক আছেন ৪ জন।

২০১৯ সালে বিদ্যালয়টির মোট শিক্ষার্থী ২৯ জন। এর মধ্যে মিজান আহমেদ নামের পঞ্চম শ্রেণিতে মাত্র একজন। একমাত্র ওই শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও সে ফেল করেছে।

বিধি মোতাবেক ৪০ জন শিক্ষার্থীর স্থলে একজন করে শিক্ষক থাকার কথা। অথচ মাত্র ২৯ জন শিক্ষার্থীর জন্য ওই প্রতিষ্ঠানে রয়েছেন চারজন শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, একেবারে অজপাড়াগায়ে সীমান্তবর্তী স্কুলটিতে শিক্ষকতা করা গর্বের বিষয়। কেউ স্কুলটিতে শিক্ষক হিসেবে যেতে আগ্রহী হয় না। ২৯ জন শিক্ষার্থী হলেও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ডেকে আনতে হয়।

অনেক সময় শিক্ষার্থীর মায়েরা শিক্ষার্থীর সঙ্গে ক্লাসে বসে থাকে। স্কুলটিতে অনেকদিন কোনো কোনো ক্লাসে একজন শিক্ষর্থীও উপস্থিত হয় না।

তিনি আরও জানান, মিজানের অকৃতকার্যে তারা লজ্জিত না। কারণ হিসেবে জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিজান শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। সে পঞ্চম শ্রেণিতে পরীক্ষায় অংশ নিয়েছে এটি ওই গ্রামের অনেক গর্বের।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন  বলেন, বিদ্যালয়টির প্রধানসহ শিক্ষকদের বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।