সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিগ ব্যাশে গেইলের পরই ড্যান ক্রিশ্চিয়ান

Paris
ডিসেম্বর ২১, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্যাট হাতে ঝড় তুললেন সিডনি সিক্সার্সের অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। রোববার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ বলেই ফিফটি হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। সেই সাথে গড়লেন বিগ ব্যাশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান তুলতে থাকে সিক্সার্স। ৩ উইকেট পতনের পর ক্রিজে আসেন ক্রিশ্চিয়ান। এসেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। ১৫ বলে ফিফটি করার পথে ক্রিশ্চিয়ান  মেরেছেন ৪টি চার এবং ৫টি ছয়। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৭ রানের পুঁজি পায় সিডনি। ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট নিয়েছেন ক্রিশ্চিয়ান। ম্যাচে ৩৮ রানে জয় পায় সিডনি।

১৫ বলে অর্ধশত করে ক্রিশ্চিয়ান ছাড়িয়ে গেছেন ক্রিস লিন এবং টিম লুডম্যানকে। বিগ ব্যাশে এই দুইজনই ফিফটি করেছিলেন সমান ১৮ বলে। আর  মাত্র ১২ বলে দ্রুততম অর্ধশতক হাঁকিয়ে সবার উপরে আছেন ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বলে ফিফটি আছে ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা