বাঘায় সাপের কামড়ে ঘুমন্ত বাড়ি নির্মাণ পাহারাদারের মৃত্যু


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় বাড়ি নির্মাণ পাহারাদার মহিদুল ইসলামের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। আহত অবস্থায় তাকে মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মহিদুল ইসলাম (৩৫) উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর ঘরেরমিল গ্রামের আজগর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর ঘরেরমিল গ্রামের আলতাব হোসেন পাকা বাড়ি নির্মান করছেন। মহিদুল ইসলাম বাড়ি নির্মানের মালামালের রক্ষাবেক্ষনের জন্য নাইট গার্ড হিসেবে পাহাড়া দেন। সে রাতের খাবার শেষে টিনের ছাপরার নিচে চকির উপর ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরে তার চিৎকারের এলাকার লোকজন এগিয়ে এসে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশি ও জেলা ওয়ার্ককার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ফরজ আলী।

এএইচ/এস