বাঘায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজাজামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোকাদ্দেস সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারি রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার নাসরিন আকতার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাজান মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক, সহকারি পরিদর্শক জালাল উদ্দীন, সাংবাদিক লালন উদ্দীন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারি মিজানুর রহমান, উপজেলা সন্বয়কারি উত্তম কুমার পাল প্রমুখ।

উল্লেখ্য, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

জি/আর