বাঘায় আকষ্মিক ঝড়ে ২০টি পরিবারের ব্যাপক ক্ষতি, যোগাযোগ বিচ্ছিন্ন

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সড়কঘাট ও ছাতারী এলাকায় ঘুর্ন্নিঝড়ে একটি মসজিদসহ কাঁচা ও পাঁকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘুর্ন্নিঝড়ে প্রায় ২০টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে।

 
এলাকাবাসি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পূর্ব-পশ্চিম থেকে উপজেলার সড়কঘাট ও ছাতারী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ন্নিঝড়ে সড়কঘাটের মসজিদসহ এই গ্রামের সান্টু হোসেন, রঞ্জিত দাস, আলাল উদ্দিন, দুলাল হোসেন, জিতেন দাস ও ছাতরী গ্রামের আসলাম উদ্দিন, রাকিব হোসেন প্রবীর দাসসহ প্রায় ২০টি পরিবারের কাঁচা ও পাঁকা ঘরবাড়ি ভেঙ্গে গেছে।

 
আংশিক ঘড়বাড়ির ক্ষতি হয়েছে প্রায় শতাধিক। এছাড়া নারায়নপুর থেকে মনিগ্রাম সড়কের সড়কঘাট এলাকায় রাস্তার উপর কড়ই গাছ ভেঙ্গে পড়েছে। এতে বিকেল ৫টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
হটাৎ ঘুর্ন্নি ঝড়ে ক্ষতির হয়েছে শুনেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

স/অ