বাগাতিপাড়ায় ৮৩ দিন পরে কবর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উত্তোলন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ময়না তদন্ত ছাড়াই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দীপা আক্তারের মরদেহ দাফন করায় ৮৩ দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।

সোমবার দুুপুরে বাগাতিপাড়ার হিজলী পাবনা পাড়া ফুফার বাড়ীর উঠান থেকে আদালতের নির্দেশে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, গত ১০ জুলাই দীপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার ২৭ দিন পর ৭ আগষ্ট দীপার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফুফা আব্বাস আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহাঃ হাসানুজ্জামান এর আদালত দীপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করে পূর্নাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেন।

পরে সোমবার দুপুরে বাগাতিপাড়র সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাবীব জিতুর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
স/শ