নাটোরে অবৈধ অস্ত্র রাখার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিনজনকে ১৭বছর এবং ১জনকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় অপর এক নারীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

সোমবার বিকেল তিনটার দিকে নাটোর স্পেশাল ট্রাইব্যুানালের বিচারক মোহাম্মাদ নুরুজ্জামান সরকার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, শহরের কানাইখালি এলাকার মৃত সাদেক শেখ’র ছেলে জেম ওরফে জেমস (২৯), রাজশাহীর আমনুরা এলাকার আনারুল ইসলামের ছেলে রেজাউল করিম প্রিন্স (৩০), নাটোর শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার বুলবুল প্রামানিকের ছেলে সাকিল ওরফে সজিব (২৮) এবং একই এলাকার আকতার শেখের ছেলে রবিউল শেখ।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও আদালত সূত্র জানায়, ২০১৭সালের ১১জানুয়ারী গোপন সংবাদের ভিত্ততে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র দেব সহ র‌্যাব সদস্যরা শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ৪টি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৯টি ম্যাগজিন এবং ১৬রাউন্ড গুলি সহ মোট ৫জনকে আটক করে তারা। পরে বিশেষ ক্ষমতা আইনের আওতায় নাটোর সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়। পরে মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক ৩জনকে ১৭বছর, একজনকে ১০বছর এবং একজনকে বেকসুর খালাস প্রদান করেন।
স/শ