বাগাতিপাড়ায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাতটায় উপজেলা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৮ টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিভিন্ন সংগঠণ পুষ্পাঞ্জলি অর্পন করে।

শুরুতেই স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অপন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, মডেল থানা, জাতীয় পার্টি, বিএনপি, ওয়ার্কাস পার্টি, পৌর আওয়ামীলীগ, পৌরসভা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উপজেলা প্রেস ক্লাব, উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র সমাজ, যুব সংহতি, সাব রেজিস্টার ও দলিল লেখক সমিতি, দূর্নীতি প্রতিরোধ কমিটি, সরকারি ডিগ্রি কলেজ, সাইলকোনা ডিগ্রী কলেজ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মানবাধিকার কমিশন, নিজেরা করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পল্লী বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, এনজিওসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ পুষ্পাঞ্জলি অর্পণ করে। পরে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা শেষে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেষে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আঞ্জুমান অনন্যা, ওসি নাজমুল হক, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।