খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
শিকাগোর রক্তঝরা আন্দোলনের ১৩৮ বছর পরও বিশ্বের শ্রমজীবী মানুষ মালিকশ্রেণি ও মালিকি-রাষ্ট্রের নির্মম শোষণ-নির্যাতনের জর্জরিত। সেই শ্রমজীবী মানুষ মুক্তি চায়। আর সেই শোষণ-নির্যাতনের থেকে পরিত্রাণ পেতেই  প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মে (বুধবার) সকালে উপজেলার বিভিন্ন সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, কালো ব্যাচ পরিধান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে পাকেরহাটে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি এবং দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুনের সভাপতিত্বে ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম, বরেণ্য অতিথি হিসেবে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিকরুল হকসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বৈদ্যুতিক ও প্লাম্বার (নির্মাণ) শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিব ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্জাজ আল হাদী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা পারভীন, ইউপি সদস্য এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল হক বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিকরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য,সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আজকের এই দিনে আট ঘণ্টা কাজের দাবি আদায়ের আন্দোলনে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ বছরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে ছুটি থাকে এ দিন।
উল্লেখ্য,সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আজকের এই দিনে আট ঘণ্টা কাজের দাবি আদায়ের আন্দোলনে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ বছরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে ছুটি থাকে এ দিন।