বাগাতিপাড়ায় ভ্রাম্যমান গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় টেকাব (টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হয়ে মাস ব্যাপী চলবে এ প্রশিক্ষণ ।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বড়াল সভা কক্ষে  এক অনুষ্ঠোনের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হানিফ মিয়া প্রমুখ।

প্রশিক্ষণে ২০ জন নারী ও ২০ জন পুরুষ অংশগ্রহণ করেছে।
স/শ