লাস ভেগাসে হামলার দায় স্বীকার আইএসের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেখানে কনসার্টে গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।
আহত হয়েছে চার শতাধিক মানুষ। আইএসে দাবি, হামলাকারী স্টিফেন পোডাক ধর্মান্তরিত মুসলিম।

লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয় চার শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৪০৬ জনকে হাসপাতালে নিয়ে গেছে।

আইএস তাদের বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে এবং প্যাডক কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে দাবি করেছে। তবে এর কোনও প্রমাণ তারা দেয়নি।