বাগাতিপাড়ায় উদ্ভাবনী উপায়ে বাল্য বিবাহ নিরোধ কর্মশালা

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জিইইউ (গভর্নেন্স ইনোভেশন ইউনিট) এর সহযোগীতা মঙ্গলবার বড়াল সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 
কর্মশালায় বাল্যবিয়ে নিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

 
বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান শাবানা আকতার, জেলা পরিষদ নারী সদস্য ফরিদা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন,ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।
স/শ