বাগমারায় হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের ত্রান বিতরণ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২০মে) বিকেলে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও দরিদ্রদের মাঝে উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা হতে ছয়শত জন কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী তুলে দেয়া হয়।

এ উপলক্ষে ভবানীগঞ্জ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে আয়োজিত ত্রান বিতরনী অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুন্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ।

পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হরিশ চন্দ্র, নিরেন্দ্রনাথ, অরুন কুমার, উপেন্দ্রনাথ প্রমূখ।

ত্রাণ বিতরনের সময় প্রত্যেক কে তিন কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি করে সাবান প্রদান করা হয়। এ সময় প্রত্যেক কে জনসচেতনতা মূলক সরকারী আদেশ নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন …

বাগমারায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন