বাগমারায় মুক্তিযোদ্ধা লালচান প্রাং এর দাফন সম্পন্ন

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লালচান প্রাং (৬৬) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। শনিবার বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা লালচান আলীকে রাষ্ট্রীয় মর্যদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমাজসেবা অফিসার আব্দুল মমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরির্দশক (এসআই) আব্দুল মজিদ ও আব্দুল লতিফ। উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী, ঝিকরা ইউনিয়নের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আহাদ আলী, দবির উদ্দীন, আশেক আলী প্রমুখ। এছাড়া মরহুমের জানাযায় স্থানীয় চেয়ারম্যান আব্দুল হামিদ ফোজদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা লালচান আলীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

স/শা