মনিরুজ্জামান শেখ রাহুলের কবিতা ‘একটি শীতের দিনে’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

‘একটি শীতের দিনে’

ঘুম থেকে ভোরে উঠলাম আজ,
দেখলাম প্রকৃতির বিমুগ্ধ সাজ।
শৈত্য পবন তীব্র বেগে বয়ে যায়
সবকিছু ভেদ করে,
বৃক্ষের পত্র বেয়ে শিশির কণা ঝরে
বিন্দু বিন্দু নৃত্য আকারে।

দক্ষিণ গগণে সূর্য্য উঠল
মুচকি হাসি তার,
বড় বড় অট্টালিকার উপর থেকে
প্রকাশিত কিরনের সম্ভার।

মোড়ের দিকে আজ জমিয়ে হবে
বন্ধুদের সাথে মজার আলাপচারিতা,
গরম চায়ের কাপ হাতে নিয়ে
ভাসিয়ে দিব আনন্দের ভেলাটা।
গরম চায়ের প্রথম চুমুক
যেন এক তৃপ্তিকর মজা,
বাহারি রঙয়ের পুষ্প ফুটলা না
তার আবার কিসের লজ্জা।

নগরীর রাস্তাগুলো জমে উঠে
লোকজন করে সস্তিতে চলাফেরা,
প্রফুল্ল মেজাজে গাছের ডালে
পাখিদের মন থাকে আনন্দ ভরা।

দুপুরে আসলাম বাড়িতে
খাবারে আছে ভাত, ফুলকপি ভাজি ও সালাদ,
আহারে নেই কোন অসন্তোষ
এ যেন এক মধুর মজাদার স্বাদ।
দুপুর গড়িয়ে বিকাল তো হয়ে গেল
তাহলে যায় মাঠের দিকে,
বন্ধুদের সাথে উপভোগ করব আজ
প্রিয় খেলা ক্রিকেটাকে।

গোধুলিতে দেখি চোখ মেলে
পশ্চিম গগণে উজ্জ্বল রক্তিম সূর্য্য,
অনেকক্ষণ দিয়েছে আলো ও তাপ
তারও তো আছে অনেক ধর্য্য।

খেলা শেষে বাড়ির উদ্দেশ্যে যাবার পথে
নাকে ভেসে আসে ভাপা পিঠার ঘ্রাণ,
প্রত্যেকে নিলাম একটি করে পিঠা
আরেক বন্ধু গাইতে লাগল পিঠার গান।

বাড়ির পাশের মাঠে এবার
আমরা ব্যাডমিন্টন খেলব,
লাইট জ্বালালাম মাঠের দুইদিকে
আবারো বন্ধুরা মিলে আনন্দ করব।

খেলা শেষ করে যায় বাড়িতে
ক্লান্ত শরীরে শুয়ে পড়ি বিছানাতে,
মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকি
নিউজফিডে পোস্টগুলো দিচ্ছে উকাউঁকি।

কবি: মনিরুজ্জামান শেখ রাহুল রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর। কবিতাটি কবি তার পরমপ্রিয় মা মনিরা রহমানকে উৎসর্গ করে লিখেছেন।