বাগমারার সাকোঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি:
উপজেলার সাকোঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমানের চাকুরী হতে অবসর গ্রহন করায় বিদ্যালয়ের পক্ষে থেকে এক সংবর্ধান প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্তরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুঠোফোনে বক্তব্য দেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অনীল কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

অন্যান্যের মেধ্য বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, ফ্যাসিলিটেড ডিপার্টমেন্টের প্রকৌশলী আমীর আলী, সালেহা ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রধান শিক্ষক মুনছুর রহমান সাকোঁয়ার শিকদারী হাটে সাকোঁয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। তিনি অবসর গ্রহনের পূর্ব পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর বিদায়ে স্কুলের সকল শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সান্নিধ্যে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।