মঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষ

Paris
এপ্রিল ৪, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি থানা এলাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সাময়িকভাবে হাসপাতালের সেবা কর্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ মাহমুদ মুঠোফোনে রাইজিংবিডিকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে বহিরাগতদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, সকালে ওই হাসপাতাল থেকে বহিষ্কার হওয়া চিকিৎসক আবদুর রউফের নেতৃত্বে কিছু বহিরাগত হাসপাতাল দখল করতে যায়। এ সময় তারা মেডিক্যালের বিভিন্ন বিভাগের দরজায় তালা দেয়। পরে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রোগী ও চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়