বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হরিয়ানে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলক উম্মোচন করেন।

এ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে উদ্‌যাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সেক্রেটারি জেনারেল এ. কে. এম কামরুজ্জামান খান,ট্রেজারার জহুরুল আলম, সদস্য মোহাম্মদ আলী দ্বীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার,উপ-উপাচার্য ড. নূরুল হোসেন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজশাহী তথা উত্তরবঙ্গের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থান রাজশাহী শহর থেকে মাত্র ৩ কি.মি. দূরে খড়খড়ি বাইপাস রোড সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান করা হবে।
স/শ