শনিবার , ২৫ জানুয়ারি ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২০ ১:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলী এ কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাওগা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম (৩০) ও ছেলে নিষাদ (১০) এবং নূপুরের ভাগ্নি একই গ্রামের জসিম মোল্লার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া।

এ ঘটনায় নূপুরের ৬ বছর বয়সী মেয়ে মমতাজসহ তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাস আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ তিনজন নিহত হয়। আহত হয় তিনজন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর