বন্যাদূর্গত মানুষরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে সরকার: পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বন্যাদূর্গত মানুষরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে সরকার। বন্যা দূর্গত কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য পর্যাপ্ত পরিমাণে সরকার ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে।

শনিবার সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে পৌর এলাকার বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

গতকাল শুক্রবার ও শনিবার সিংড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ চারশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় পরিবার প্রতি ২০ কেজি চাল, ৫০০ গ্রাম মশুড়ের ডাল, ৫০০ গ্রাম চিড়া, ওরস্যালাইন, মোমবাতি-দিয়াশালাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ ২’শ টাকা প্রদান করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে থেকে গভীল রাত পর্যন্ত বন্যা দূর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

স/বি