বজ্রপাত প্রতিরোধে রাজশাহী-নওগাঁ মহাসড়কে লক্ষাধিক তালবীজ রোপণ

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায়  মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী রাজশাহী-নওগাঁ মহাসড়কে ১ লক্ষ ২০ হাজার তালবীজ রোপণ শুরু হয়। কার্যক্রমটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁর সীমানা পার হয়ে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কামারপাড়া মোড়ে এ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, স্থানীয় রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক একে সাজু, সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, আব্বাস আলী, দি হাঙ্গার প্রজেষ্ট মোহনপুরের প্রতিনিধি জুয়েল রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর এ কার্যকমের উদ্ধোধন করেন নওগাঁর সাংসদ ছলিম উদ্দিন তরফদার। পরে ২য় দফায় ২৩ সেপ্টেম্বর এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

 

স/শা