বগুড়ায় কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়া জেলা যুবদল কার্যালয়ে ইউনিয়ন কমিটি গঠন কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিট, ধাওয়া পাল্টা ও ছুরিকাঘাতে যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী (৩০) আহত হয়েছে।

সোমবার বাপ্পীকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

জানা যায়, সোমবার বগুড়া জেলা যুবদলের অধীনস্থ শাজাহানপুর ও গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে জেলা কার্যালয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামকে রেখে যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সভাস্থল ত্যাগ করে চলে যান। এর কয়েক মিনিট পর ২০ থেকে ২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালিয়ে এলোপাথারি মারপিট শুরু করে। এ সময় বাপ্পীকে ছুরিকাঘাত করা হয়। বাপ্পিকে ছুরিকাঘাতের ঘটনায় অন্যান্য যুবদলের নেতাকর্মীরা হামলাকারীদের পাল্টা ধাওয়া করেন।

বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম জানান, উপজেলার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিয়নের কমিটি গঠন করছে। জেলা আহ্বায়ক কমিটি থেকে সেখানে শুধুমাত্র সমন্বয় করা হচ্ছে। তারপরও কয়েকজন যুবক হামলা চালিয়ে শহর যুবদল নেতাকে ছুরিকাঘাত করেছে।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় একজন ছুরিকাহত হয়েছে। তবে কোনো অভিযোগ কেউ দেয়নি।

 

সুত্রঃ কালের কণ্ঠ