শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিলিপাইনে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৪

Paris
সেপ্টেম্বর ৩, ২০১৬ ৬:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন।

 

স্থানীয় সময় শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুদার্তের শহরের একটি মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন।

 

কর্তৃপক্ষ ‍জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর ৪ জনের মৃত্যু হয়।

 

এদিকে ঘটনার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দুদার্তে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন। আশপাশের সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক