ফটোসাংবাদিক আসাদকে হত্যার হুমকিতে বাঘায় সাংবাদিক সংস্থার ক্ষোভ ও নিন্দা

বাঘা প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সহ-সভাপতি, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা শাখা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। সেই সাথে হুমকি প্রদানকারিদের শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১১ টায় বিশেষ আলোচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান ও সাধারণ সম্পাদক লালন উদ্দীন, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী, আসলাম আলী, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবির মিলন, মুনজুরুল আলম মাসুম, আব্দুল হানিফ মিঞা, আব্দুস সালাম, আব্দুল কাদের নাহিদ, জহরুল ইসলাম, এসএম আবুল কালাম মিঠু, আব্দুল নাহিদ, কামরুল হাসান, মিলন আলী, কামরুজ্জামান রিপন, নাহিদা ইয়াসমিন লাকী, শাহিনুর আলম বাবু, আখতার রহমান এ নিন্দা প্রকাশ করেন।

তারা ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদের জমিজমা সংক্রান্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানানো হয়েছে।
স/শ