প্রিন্স সালমান কিনে নেওয়ার পরই ‘সবচেয়ে ধনী ক্লাব’ নিউক্যাসেল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ধনী ক্লাবে রূপান্তরিত হলো নিউক্যাসেল। ১৪ বছর পর ক্লাবটির মালিকানা পরিবর্তন হলো। ইংলিশ এই ক্লাবটির মালিকানা কিনে নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট গ্রুপ নিউক্যালেসের মালিকানা কিনে নিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে ক্লাবটি কিনলেও এর দেখভাল করবেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রিন্স সালমান নিউক্যাসলকে ৩০০ মিলিয়ন পাউন্ড দেন; যা ম্যানচেস্টার সিটির চেয়ে প্রায় ১১ গুণ বেশি। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয় সংযুক্ত আরব আমিরাত।

সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটসহ নানা সমস্যায় ভুগতে থাকা নিউক্যাসেলে এখন খেলতে আসবেন বিশ্বের বড় বড় সব তারকা খেলোয়াড়। আসবেন নতুন কোচ। সব মিলিয়ে আগামী দুই-তিন বছরে ব্যাপক পরিবর্তন আসবে ক্লাবটিতে।

সৌদি আরব নিউক্যাসেল কিনে নেওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ কেউ এটি মেনে নিতে পারছেন না। তবে বেশিরভাগ সমর্থকই এটিকে পছন্দ করছেন। কারণ আগামী দুই-তিন মৌসুমের মধ্যে নিউক্যাসল প্রিমিয়ার লিগের শিরোপার জন্য ফাইট করবে ম্যানসিটি ও লিভারপুলের মতো দলগুলোর বিপক্ষে।

সূত্র : যুগান্তর