পুঠিয়ায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পুঠিয়া প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানেশ্বর কলেজের অধ্যক্ষ এসএম একরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

তিনি বলেন,আমাদের দেশ পলি মাটির দেশ। এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এদেশে জঙ্গিবাদের আস্তানা গড়তে দেয়া হবে না। জামায়াত বিএনপি জঙ্গি উৎকে দিয়েছে। তারাই সন্ত্রাস ও জঙ্গি মদদদাতা। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় ঈদে জঙ্গি হামলা হয়েছে জামায়াত বিএনপির মদদে। জামায়াত-শিবির বিশ্বে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত। এদের সাথে কোন আপস চলবে না। এদেরকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উৎখাত করা হবে। জঙ্গিবাদ লড়াইয়ে শেখ হাসিনা জয়ী হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঞা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শরীফ কাজী, আব্দুস সামাদ, বনেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউদজ্জামান প্রমুখ।
স/শ