পুঠিয়ায় যাত্রীসহ বাস আটক, চালকের বিরুদ্ধে মামলা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আটক করে পুলিশ। আটকের পর বাসের যাত্রীদের ফেরত পাঠানো হয়েছে এবং বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (৭ এপ্রিল) বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেলপুকুর থানার সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে বাসটি আটক করেন মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী “চাপাই পরিবহন” নামের বাসটি ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ থানার সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসটি আটক করেন। বাসের মধ্যে ২৪ জন যাত্রী ছিলো তারা পুলিশকে জানিয়েছে বাসে করে তারা ঢাকায় যাচ্ছিলো। পরে যাত্রীসহ বাসটিকে পুলিশ পুনরায় চাপাইনবাবগঞ্জ ফেরত পাঠিয়ে দিয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় চালক ওহেদুর রহমানের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মোটরযান আইনে মামলা করেছে। এছাড়াও যাত্রীসমেত বাসটিকে রাতেই চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

স/জে