শুক্রবার , ১০ মে ২০১৯ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুকুর খনন বন্ধে ভেকুর ব্যাটারী জব্দ করলো ইউএনও

Paris
মে ১০, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
পুকুর খনন বন্ধে ভেকুর ব্যাটারি জব্দ করেছেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাঁচপাড়া, বেড়েরবাড়ি ও হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পুকুর খনন বন্ধ করেন।

বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ আসে উপজেলা প্রশাসনের কাছে। খবর পেয়ে শুক্রবার বিকালে তিনটি স্থানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার। এসময় পুকুর খনন বন্ধ করে দেয়া হয়েছে। বেড়েরবাড়ি ও হরিপুরে পুকুর খননের ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়া পাঁচপাড়ায় পুকুর খননের ভেকু ফেরত পাঠানো হয়েছে।

জানা যায়, সরকারি নীতিমালা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে চলছে পুকুর খনন। ফলে পুকুরের সংখ্যা দিনদিন বৃদ্ধি পেয়ে কমে যাচ্ছে আবাদি জমি। প্রভাবশালী ও দলীয় প্রভাবের কারণে পুকুর খননের কাজে প্রতিবাদ করেও এতদিন কোন সুফল মেলেনি। ফলে প্রতিযোগিতায় চলে পুকুর খননের মহোৎসব। অধিক মুনাফার আশায় অনেকেই জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন বলে জানা গেছে। উপজেলায় ফসলি ও বাগান জমিতে পুকুর খনন করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুকুর খননের কাঁদা-মাটি, কাঁচা-পাকা সড়কের উপর দিয়ে বহন করার ফলে সড়কগুলো কাঁদামাটিতে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে চলাচলে মানুষ দুর্ঘটনায় আহত হচ্ছে। এছাড়া পুকুর খননকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ।
বিষয়টি কঠোর হস্তে দমন করতে না পারলে আগামীতে ফসলি জমির পরিমাণ কমে খাদ্য শষ্যের মারাত্মক ঘাটতি দেখা দিবে।

উপজেলায় ইদানিং যেখানে সেখানে পুকুর খনন করা হচ্ছে। একদিকে জমির শ্রেণী পরিবর্তন হচ্ছে, অপরদিকে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, নিয়ম-নীতি না মেনে পুকুর খননের অভিযোগ আমার কাছে এসেছে। অনুসন্ধানেও যার সত্যতা মিলেছে। ফলে পুকুর খননের ভেকুর ব্যাটারি জব্দ করে বন্ধ করে দেয়া হয়েছে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর