পাবনায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতানের চাচাতো ভাই ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার(১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলম একই গ্রামের বাসিন্দা।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলিও হয়। এতে গুলিবিদ্ধ হয়ে  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতানের চাচাতো ভাই ইয়াসিন আলম ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন কমপক্ষে ১২ জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: যুগান্তর