পাবনায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মাইক্রোর ধাক্কা, ২ যাত্রী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়ার পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন রঞ্জু (৫৫) পাবনা শহরের কুটিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে। আ রউফ শেখ জাহাঙ্গীর (৫৮) মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

পাকশি হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান মনির জানান, দাশুড়িয়া চিনিকলের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাস পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরকে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচরে গিয়ে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। এসময় ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুই যাত্রীর মৃত্যু হয়। চালকসহ অন্যদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর